চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামীকাল শুক্রবার ও শনিবার (২২-২৩ জুলাই) মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছয়টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরেণ্য নির্মাতা তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তরুণ শিক্ষকেরা।
প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ ৭১ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘জনযুদ্ধ ৭১’। বিকেল ৫টায় দেখানো হবে ‘বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ’। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘বিলোনিয়ার যুদ্ধ’।
দ্বিতীয়দিন বিকেল ৩টায় তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দেখানো হবে ‘মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার’। বিকেল ৫টায় দেখানো হবে ‘একাত্তরের নৌ-কমান্ডো’। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আকাশে মুক্তিযুদ্ধ : কিলোফ্লাইট।’ মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষণাধর্মী চলচ্চিত্রের এই প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।