জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সভা গত ১৯ জুলাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মো. খোরশেদ আলম।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, রওশন আরা চৌধুরী, শফিকুল ইসলাম মিলন, ঈমাম হোসেন স্বপন, শোভন সেনগুপ্ত, উৎপল ভট্টাচার্য্য, মো. জয়নাল আবেদীন, এস ইউ সেলিম, টিংকু কুমার ভৌমিক, মাহফুজুর রহমান প্রমুখ। সভায় মো. খোরশেদ আলমকে চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. আবুল কাশেমকে আহ্বায়ক করে ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।