বিএইচবিএফসির শিক্ষা বৃত্তি প্রদান

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের এককালীন শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। গত ২০ জুলাই রাজধানীতে বিএইচবিএফসি সদর দফতরে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বিগত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তির অর্থ, একটি সনদপত্র ও বঙ্গবন্ধুর লেখা বই তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩০০ কৃষককে বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধএকমুখী শিক্ষা ছাড়া একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়