বান্দরবানের লামা উপজেলায় এক স্কুল ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. ফারুক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদ থানাধীন আজাদ কলোনি দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক লামা থানাধীন বুড়ির ঝুম এলাকার বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে তাকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
র্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার জানান, ভিকটিম বান্দরবান জেলার লামা থানা এলাকার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। গত ৮ জানুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথে ফারুক ধারালো ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে সে।
ধর্ষণের ভিডিও দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক করার হুমকি দেয় সে। এ ঘটনায় ২৩ জানুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে লামা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে ফারুক গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বায়েজিদের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।