নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানির উৎস, মালিককে জরিমানা

মশার বিস্তার রোধে অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

নির্মাণাধীন ভবনের নিচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নগরের একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল আরাকান সড়কে চান্দগাঁও র‌্যাব অফিসের বিপরীতে ‘আরিফ টাওয়ার’ নামের ভবন মালিককে এ জরিমানা করা হয়।

এছাড়া ভবনের নিচের জমাটবদ্ধ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

একই অভিযানে শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার এলাকায় দোকানের ময়লা আবর্জনা নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুই দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরনির অভিযোগে সহজকে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১