ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া পথের হাটের পূর্বপাশ্বে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা গেছে। নিহত ব্যক্তর নাম শিমুল শীল বলে জানা যায়। তিনি পাহাড়তলী ৬৯ পাড়ার পরিমল শীলের পুত্র।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ট্রাকটি শহরমুখী ছিল। বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের উপর গিয়ে পড়ে। এই ঘটনায় ট্রাকচালক মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ এড়াতে চেষ্টা করতে গিয়ে ট্রাকটি সড়কের পাশের গাছের উপর গিয়ে পড়ে।

এর আগেই মোটরসাইকেলটির চালক ট্রাকের ধাক্কায় গাড়িটিসহ ছিটকে পড়ে সড়কের পাশে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধসমাজে আলো ছড়ান ইমাম মোয়াজ্জিন পুরোহিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮