বাড়ি ফেরার পথে জুমচাষীর ওপর ভাল্লুকের আক্রমণ

আজাদী অনলাইন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১২:৩৮ অপরাহ্ণ

বান্দরবান রুমা উপজেলায় উচসিং মারমা (৩৩) নামে একজন জুমচাষী জুম থেকে বাড়ী ফেরার পথে ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় নিজের জুম থেকে কাজ শেষে বাড়ী ফেরার সময় রাস্তায় এ ঘটনা ঘটে।

তিনি রুমা উপজেলা সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ড রিজুক পাড়ার মৃত থোয়াই হ্লা অং মারমার ছেলে।

আহত উচসিং মারমার স্ত্রী মামুইং মারমা বলেন, সকালে নিজ জুমে একা কাজ করতে চলে যান উচসিং মারমা। জুমের কাজ শেষ করে বিকেলের দিকে বাড়ির ফেরার পথে পাহাড়ি বনে লুকিয়ে থাকা একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। গুরুত্বর জখম নিয়েই তিনি পালিয়ে কিছুদুর চলে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা জানান, আহত জুমচাষিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শওকত এমরান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহত উচসিং মারমাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে অতি দরিদ্রতার কারণে সেখানে না যেতে পেরে বান্দরবান সদর হাসপাতালেই চিকিৎসা নিবেন বলে জানিয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা উপজেলাসহ বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ে এখনও বসবাস করছে অসংখ্য পাহাড়ি ভাল্লুক। আর এসব ভাল্লুকের আক্রমণে প্রায় সময় বান্দরবানে বেশ কয়েকজন চাষি গুরুত্বর আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রাম সার কারখানার উৎপাদন
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগ সভাপতি রুবেলকে শোকজ কেন্দ্রীয় ছাত্রলীগের