গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৭ জন। বুধবার (২০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এদিকে ১১টি ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। আক্রান্ত ৩১ জন নগরে এবং উপজেলায় ৭ জন।
উপজেলায় শনাক্তকৃতদের মধ্যে লোহাগাড়া, পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী ও মীরসরাইয়ে ৫ জন এবং ২ জন হাটহাজারীর বাসিন্দা।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৪৪৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭৫১ জন।











