লন্ডন ঘিরে জ্বলছে ঘরবাড়ি

যুক্তরাজ্যে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৪৫ পূর্বাহ্ণ

ইউরোপের ক্রমেই বাড়তে থাকা তাপপ্রবাহের মধ্যে যুক্তরাজ্যে গতকাল এযাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপে বেঁকে গেছে রেললাইন। লন্ডনের চারপাশের বেশ কয়েকটি এলাকাজুড়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। জ্বলেপুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি। খবর বিডিনিউজের।

যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৯ সালের জুলাইয়ে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রাথমিকভাবে রেকর্ড করা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ২০১৯ সালের ওই রেকর্ড ভেঙে দিয়েছে।

ওদিকে, লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। তাপমাত্রা আরও বাড়ছে। ইংল্যান্ডজুড়ে ২৯ টি এলাকায় তাপমাত্রা ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাপমাত্রার এমন ঊর্ধ্বগতির কারণে লন্ডন থেকে পূর্ব এবং পশ্চিম উপকূলমুখী সব রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। লন্ডনের পূর্বের ওয়েনিংটন গ্রামে দাউ দাউ করে জ্বলা আগুনের শিখায় পুড়ছে ঘরবাড়ি। কাছের একটি শুষ্ক মাঠ পেরিয়ে আগুন অগ্রসর হচ্ছে ঐতিহাসিক একটি চার্চেল দিকে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে কাল
পরবর্তী নিবন্ধসমাজে আলো ছড়ান ইমাম মোয়াজ্জিন পুরোহিত