সিপিবি জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

নড়াইলে হামলা

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

নড়াইলে সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে গতকাল মঙ্গলবার সিনেমা প্যালেস চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী, সিতারা শামিম, মো. আলী, এ্যানি সেন প্রমুখ।

বক্তারা বলেন,অসামপ্রদায়িক সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকি তিনজনও গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিএনপির ত্রাণ সহায়তা সেলে মহানগর বিএনপির অনুদান