নন্দীরহাটে লোকনাথ সেবাসংঘের দ্বি-বার্ষিক সম্মেলন

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম নন্দীরহাটে সেবাশ্রমের সহযোগী সংগঠন লোকনাথ সেবাসংঘের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১৫ জুলাই আশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন শিশুরোগ বিশেষজ্ঞ ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী। সুমন মুহুরীর গীতা পাঠ ও রিপন দত্তের সঞ্চালনায় এবং শাপলা সেনের স্বাগত বক্তব্য ও রতন কুমার শীলের শোকাঞ্জলী পাঠের পর সেবাসংঘের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সেবাসংঘের সম্পাদক টিপু দেবনাথ ও অর্থ সম্পাদক পুলক দাশ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজীম। সভায় বক্তব্য রাখেন সেবাশ্রম ট্রাস্ট চেয়ারম্যান মনোজ কান্তি দে, ট্রাস্ট কো-চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ট্রাস্ট সমন্বয়ক অশেষ কুমার পুরোহিত, ট্রাস্ট সদস্য প্রতাপ চন্দ্র ধর, লায়ন তপন কান্তি দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল নন্দী, অধ্যাপক টিংকু চৌধুরী, মোহন লাল দাশ, সুজন কুমার ভৌমিক, প্রদীপ চক্রবর্তী, প্রিয়তোষ দেবনাথ, বাবু মজুমদার ,দিপংকর রুদ্র প্রমুখ।

পরে সেবাশ্রম ট্রাস্ট কো-চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ আগামী দুই বছরের জন্য শাপলা সেনকে সভাপতি, পুলক দাশকে সম্পাদক ও সিদুল শীলকে অর্থ সম্পাদক করে লোকনাথ সেবা সংঘ সমন্বয় পরিষদ সহ প্রত্যেক ইউনিটের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং নব গঠিত বিভিন্ন কমিটির সদস্যদেরকে শপথ গ্রহনের মাধ্যমে অভিষিক্ত করেন সেবাশ্রম ট্রাস্ট চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি মনোজ কান্তি দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ আগের অবস্থানেই
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিআইজি কংগ্রেস সভা