লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের কমিটি গঠন

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের নতুন কমিটি গঠন করা হয়েছে। লায়ন বিজয় শেখর দাশকে প্রেসিডেন্ট, লায়ন এডভোকেট কাজী নসরুল্লাহকে সেক্রেটারি এবং লায়ন আকলিমা আখতারকে ট্রেজারার নির্বাচিত করে ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটি গঠন করা হয়।

কমিটিতে লায়ন ফজলে করিম সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট, লায়ন কাঞ্চন মল্লিক ভাইস প্রেসিডেন্ট-১, লায়ন সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট-২, লায়ন মির্জা জামশেদ আলী চৌধুরী ভাইস প্রেসিডেন্ট-৩, লায়ন নুরুল আজাদ ভাইস প্রেসিডেন্ট-৪, লায়ন বাপন দাশগুপ্তকে জয়েন্ট সেক্রেটারি ও লায়ন আবদুল বারেককে জয়েন্ট ট্রেজারার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাশ্রমে ৮শ ফুট রাস্তা প্রশস্ত করলেন স্থানীয়রা
পরবর্তী নিবন্ধকাজের সংখ্যার পরিবর্তে গুণগতমানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ