চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে একটি আনুমানিক ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, জোয়ারা মনসফ হাট সংলগ্ন এলাকায় একটি ক্ষেতের জালে আটকে যায় অজগরটি। সকালে রিকশা নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক রিকশাচালক অজগরটি দেখতে পান। এসময় তিনি অনেকক্ষণ চেষ্টার পর অজগরটি উদ্ধার করেন।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার লোক পাঠিয়ে অজগরটি অফিসে নিয়ে আসেন। পরে তিনি ইউএনও অফিসের লোক দিয়ে উদ্ধারকৃত অজগরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেন।
উপজেলা নির্বাহী ককর্মকর্তা নাছরীন আকতার বলেন, “অজগর সাপ উদ্ধারের খবর পেয়ে আমি লোক পাঠিয়ে অজগরটি নিয়ে আসি। পরে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিকেলেই অজগরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছি।”
বনবিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার সিকদার আতিকুর রহমান জানান, অজগর সাপের আবাসস্থল হচ্ছে বনাঞ্চল। অনেক সময় পথ হারিয়ে অথবা খাদ্যের সন্ধানে অজগর সাপ লোকালয়ে নেমে আসে। ধারণা করা হচ্ছে এ কারণেই অজগরটি লোকালয়ে নেমে এসেছে।