বাঁশখালীর দক্ষিণ জলদীতে সংঘটিত জোড়া খুনের মামলায় প্রধান আসামি মো. ইসমাইল(২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব ৭। র্যাবের হাতে গ্রেপ্তার মো. ইসমাইল পৌরসভার দক্ষিণ জলদির জাহাঙ্গীর আলমের ছেলে।
চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলীর একটি কনভেনশন হল থেকে তাকে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার র্যাব জানায়।
র্যাব জানায়, গত বছরের ২০ অক্টোবর দুপুর ১টায় বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা আব্দুল খালেক ও তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা এবং লোহার রড দিয়ে নির্মমভাবে বুকে, পিঠে, তলপেটে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এতে আব্দুল খালেক(৩৪) এবং সুলতান মাহমুদ টিপু(২৫) ও টিপুর পিতা মো. কামাল উদ্দিন(৫৫) গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের বাঁশখালী হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক মৃত্যুবরণ করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার অল্প কিছুক্ষণ পর সুলতান মাহমুদ টিপুরও মৃত্যু হয়।
দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে টিপুর পিতা মো. কামাল উদ্দিন বর্তমানে কিছুটা সুস্থ হলেও ছেলেকে হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। এ ঘটনায় নিহত খালেকের মা ১০ জন নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ কয়েকজন আসামীকে আটক করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, “এ মামলায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে এ মামলার প্রধান আসামী মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামীকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।”
এদিকে, এ ঘটনায় পুলিশ আরো কয়েকজনকে গ্রেপ্তার করলেও তাদের কয়েকজন জামিনে রয়েছে বলে জানা যায়।