নগরীতে বুস্টার ডোজ শুরু, চলবে বিকেল পর্যন্ত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১২:৫১ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ ক্যাম্পেইন শুরু হয়েছে। মহানগর ও উপজেলার ওয়ার্ড পর্যায়ে একযোগে এ টিকা (বুস্টার ডোজ) দেয়া হচ্ছে।

সকাল ৯টায় একযোগে চট্টগ্রাম ও উপজেলাগুলোতে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় মহানগরসহ জেলায় মোট ৩ লাখ ৬২ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মাঝে মহানগরের ৪১টি ওয়ার্ডে ৪১ হাজার মানুষকে এ টিকা দেয়া হচ্ছে।

অন্যদিকে উপজেলা পর্যায়ে ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে টিকা দেয়া হচ্ছে ৩ লাখ ২১ হাজার জনকে। মহানগরের প্রতি ওয়ার্ডে ২টি করে কেন্দ্র স্থাপন করে বুস্টার ডোজ দেয়ার হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, প্রতি কেন্দ্রে ৫০০ জনকে বুস্টার ডোজ দেয়া হচ্ছে।

সে হিসেবে প্রতি ওয়ার্ডে এক হাজার জন এদিন বুস্টার ডোজ পাবেন। আর ৪১ ওয়ার্ডে সবমিলিয়ে ৪১ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজ প্রয়োগে আমাদের টার্গেট রয়েছে।

সরেজমিন আসকার দীঘির পাড়ের শতদল ক্লাবে জামালখান ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ১০-১২ জন নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। আবার কয়েকজন এসেছেন টিকার প্রথম দুই ডোজ গ্রহণের প্রমাণপত্র (কার্ড, ফরম) ছাড়াই। তাদের কীভাবে অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে হবে তা শিখিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কার্যালয়ে বেলা ১১টা পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১৫ জন।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা প্রধান ও শীর্ষ কৌঁসুলিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
পরবর্তী নিবন্ধডা. সাবরিনাসহ আটজনের ১১ বছর করে কারাদণ্ড