মুক্তিযুদ্ধ শিল্প ও সাহিত্য চর্চার অফুরান বিষয় হয়ে থাকবে

প্রকাশনা উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ অর্জন। পাকি দুরাচারদের আগ্রাসনের বিরুদ্ধে যুতসই প্রতিরোধ, মুক্তিযুদ্ধ। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধ বারে বারে শিল্প ও সাহিত্যের চর্চার অফুরান বিষয় হয়ে থাকবে।

কবি-লেখক যোসেফ জীবন গোমেজের গল্প, কবিতা ও আত্মজীবন নিয়ে তার বার তম কোলাজ গ্রন্থ ‘চিঠির উত্তর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গ্রন্থ। বক্তারা এ ধরনের আরো গ্রন্থের প্রয়োজন অনুভব করেন।

গত ১৭ জুলাই আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের অনারারী কনস্যুলার মুহম্মদ নূরুল ইসলাম। বর্ণবিভা প্রকাশন হতে প্রকাশিত ও ভাস্কর ডি.কে. দাশ (মামুন) সম্পাদিত গ্রন্থটি প্রকাশনা উৎসবের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ।

অতিথি ছিলেন, চ.বি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, চ.বি অধ্যাপক জাহিদ আলী চৌধুরী, ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, মো. ইউসুফ, উজ্জ্বল কান্তি বড়ুয়া, বাহারুল ঈমান চৌধুরী, মুকুল সিকদার, গোলাম রসুল, ফজলুল হক, অধ্যক্ষ শেখ-এ- রাজ্জাক রাজু, অধ্যাপক মনোজ কুমার দে, কবি তরণী সেন, নিবেদিতা আচার্য, ফরহাদ উল্লাহ, মো. ইসমাইল হোসেন, সবিতা রানী বিশ্বাস, শিল্পী শর্মা, ড. শিউলী চৌধুরী, রাজেশ্বর দাস প্রমুখ। প্রকাশনা উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিল্পী এম.এ হাশেম, মুসলিম আলী জনি, বৃষ্টি দাশ, হানিফুন ইসলাম, বাসু দেব রুদ্র, জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে ব্যবসা করায় চার ব্যক্তিকে জরিমানা
পরবর্তী নিবন্ধপটিয়া বড়লিয়ার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি অনুমোদন