মোবাইল হ্যাকিংসহ নানা অভিযোগ এনে সাবেক স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মনি আক্তার নামের এক নারী উদ্যোক্তা। আসামিরা হলেন- সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান, তার সহযোগী শাহিনা আক্তার, শহীদুল আলম স্বপন, হিমেল জীবন চাকমা ও বেলাল হোসেন টিটু। গতকাল চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলা বাদী রাঙামাটি জেলা সদর থানার পৌরসভার বাসিন্দা। পাশাপাশি তিনি রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি এবং রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সদস্য।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল হ্যাকিং, প্রতারণা, ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রকাশ করে আমার মক্কেলকে হয়রানি করা হয়। যা ডিজিটাল নিরাপত্তা ২৪/২৫(১ক) / ২৬ (১)(২)(৩)/ ২৯/৩৪/ ৩৫(১)(২)/৩৭ অনুযায়ী শাস্তিযোগ্য অরপরাধ। তাই আমরা আদালতে নালিশি মামলাটি করি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।











