হাটহাজারী পৌর সদরের পশ্চিম মেখল এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করার অপরাধে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার স্থানীয় বড়পীর পাড়ার এক বাসিন্দাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, উক্ত এলাকার আহমেদ ফোরকান নামে এক ব্যক্তি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত করে একটি ড্রেন অবৈধভাবে ভরাট করে ফেলে।
তিনি সংবাদ অবহিত হয়ে ঘটনাস্থলে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ের সত্যতা পেয়ে অবৈধ ভাবে ড্রেন ভরাটকারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।