রওজায়ে রাসুলুল্লাহ (স.) এর অন্যতম খাদেম আঘা হাবিব মোহাম্মদ আল আফারি গত ১৩ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। তাঁর মৃত্যুতে আনজুমানে আশেকানে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল মাদানী শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, রওজায়ে পাক (দ.) এর খেদমতে আঘা হাবিব মোহাম্মদ আল আফারি ও শাহ মোহাম্মদ আব্দুল হালিম দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।