সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের মা জরিনা বেগম (৮৩) গত রোববার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি ৩ পুত্র, নাতী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকাল ১১টায় গফুর শাহ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার(ভুমি) আশরাফুল আলম, পৌর মেয়র বদিউল আলম প্রমুখ শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।