লোহাগাড়ার পুটিবিলায় এক রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার(১৮ জুলাই) ভোররাতে ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজির পাড়া ও ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়ায় পৃথক এই চুরির ঘটনাগুলো ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন হাজীর পাড়ার কৃষক বাদশা মিয়া, সাকেরা বেগম ও আদর্শ পাড়ার মো. আজিজ।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান তারা। সকালে গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। চোরেরা আজিজের ৩টি, বাদশা মিয়ার ১টি ও সাকেরা বেগমের ৪টি গরু নিয়ে গেছে যেগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুঁটিবিলা হামেদিয়া মাদরাসার সামনের রাস্তা দিয়ে যাবার সময় আবু তালেব নামে এক গাড়িচালককে আটকিয়ে মারধর করে গরু চোরের দল। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে পালিয়ে যায় চোররা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসাসেবার ব্যবস্থা করেন।
লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।