শনাক্ত আবার হাজারের উপর, মৃত্যু ৭

করোনাভাইরাস

আজাদী অনলাইন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৬:০৪ অপরাহ্ণ

দেশে দিনে করোনাভাইরাসে শনাক্ত রোগী আবার হাজার ছাড়িয়েছে, মৃত্যুও হয়েছে সাতজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ সোমবারের(১৮ জুলাই) বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়েছে।

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের প্রভাবে রোগীর সংখ্যা সম্প্রতি বাড়তে থাকলেও চার দিন পর গতকাল রবিবার হাজারের নিচে নেমেছিল। একদিন বাদেই তা আবার বাড়ল।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাতজনের। আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১।

গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৯৭ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭।

দিনের হিসাবে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও সপ্তাহের হিসাবে তা কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহে সারাদেশে ৬ হাজার ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১১ হাজার ১৬৫ জন। এক সপ্তাহে শনাক্ত কমেছে ৪১ দশমিক ৯ শতাংশ।

গত সপ্তাহে ৩৪ জন মানুষ মারা গেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে, আগের সপ্তাহে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে মৃত্যু কমেছে ১০ দশমিক ৫ শতাংশ।

নতুন শনাক্ত ১০৭২ জনের মধ্যে ৫৬২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া সাতজনের মধ্যে দুজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে এবং সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন একজন। তাদের চারজন পুরুষ এবং তিনজন নারী।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, পেট্রোল পাম্প বন্ধ সপ্তাহে একদিন
পরবর্তী নিবন্ধআপাতত দিনে এক ঘণ্টা লোডশেডিং, শুরু কাল