নতুন ভবনে পূবালী ব্যাংক চাকতাই শাখা

আজাদী অনলাইন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ২:০২ অপরাহ্ণ

নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে পূবালী ব্যাংক লিমিটেড চাকতাই শাখা। গতকাল রবিবার নতুন চাকতাই সড়কের দেলোয়ার ভবনের দ্বিতীয় তলায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অ লের মহাব্যবস্থাপক ও অ ল প্রধান মো. আব্দুর রহিম, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ এনামুল হক এনাম।

চাকতাই শাখা ব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহর সভাপতিত্বে ও মো. ইকবাল বাহার চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অ লের শাখা ব্যবস্থাপকগণ ও অফিসারবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
পরবর্তী নিবন্ধসিএমপির ৩১তম কমিশনার হিসেবে যোগদান করলেন কৃষ্ণ পদ রায়