মাদককে নয় জীবনকে উপভোগ করুন

আর্ক নিরাময় কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন গতকাল রবিবার মাদক নিরাময় কেন্দ্র আর্ক সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উত্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। অতিথিদের স্বাগত জানান আর্কের প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় পারভেজ আহমেদ অতিথিদের আর্ক কমপ্লেক্স ঘুরিয়ে দেখান এবং আর্কের মিশন এবং ভিশন সম্পর্কে অবহিত করেন।

অতিথিবৃন্দ আর্কে চিকিৎসারত রোগীদের সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, মাদকাসক্তির কারণে একজন ব্যক্তি সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার স্বাভাবিক কর্মক্ষমতা ও চিন্তাশক্তি হ্রাস পায়, পরিবারের সাথে তৈরি হয় দূরত্ব।

একপর্যায়ে সমাজের সকলের কাছে ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিগণিত হয়। তাদের জীবনকে দুর্বিষহ আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, জীবন একটাই। কাজেই মাদককে নয়, জীবনকে উপভোগ করুন। জীবনে হতাশা আসবেই, কিন্তু যে যেই অবস্থায়ই থাকুক না কেন, ইতিবাচক চিন্তা ও কাজের মাধ্যমে সকলকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে তিনি আহবান জানান।

এর আগে অতিথিদের আর্কের পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত ধারণা প্রদান করেন আর্কের ডেভেলপমেন্টের কোর্ডিনেটর রকীবুল আজম, চিকিৎসক মো. শোয়েব মুন্না এবং সাইকোলজিস্ট সুরাইয়া মুকিত। এ সময় আরো উপস্থিত ছিলেন আর্কের সেন্টার ইনচার্জ জাকির হোসেন, প্রোগ্রাম কোর্ডিনেটর দিদারুল আলম এবং এডুকেটের চৌধুরী সামসুল মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাছির উদ্দীন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরাউজান পৌর মেয়রের মতবিনিময় সভা