ডলার ফের ছুঁয়েছে ১০০ টাকা

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দুই মাস পর আবার ডলারের দর খোলা বাজারে ১০০ টাকায় উঠেছে। আর বাণিজ্যিক ব্যাংকে নগদ ডলার কিনতে ব্যয় করতে হয়েছে ৯৮ টাকা। গতকাল রোববার খোলা বাজারে আগের দিনের চেয়ে ২ থেকে ৩ টাকা বেড়ে ডলারের দরে সেঞ্চুরি হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর পল্টন ও গুলশান এলাকার মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। খবর বিডিনিউজের।

পল্টনের ওয়েস্টার্ন মানি চেঞ্জারের স্বত্বাধিকারী আমিন উদ্দিন বলেন, সকালে ১০০ টাকায় বিক্রি করলেও, দুপুরে তা ১০০ টাকা ২০ পয়সা হয়। পরে আবার কমে ১০০ টাকা ১০ পয়সাও বিক্রি করি। আজ ঘণ্টায় ঘণ্টায় রেট বদল হয়েছে। সবশেষ বিকাল ৪টার দিকে ডলার বিক্রি হয়েছে ১০০ টাকায়।

চাহিদার তুলনায় তীব্র সরবরাহ সংকটে মে মাসের মাঝামাঝি ডলারের বিনিময় মূল্য ১০২ টাকায় উঠেছিল। এই দর থেকে সামান্য কমে এর পরের দুই মাস ৯৭ থেকে ৯৮ টাকার মধ্যে তা ওঠানামা করছিল।

বৃহস্পতিবারও খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য ৯৭-৯৮ টাক ছিল জানিয়ে গুলশান ১ এর মর্জিনা মানি চেঞ্জারের ব্যবস্থাপক গোলাম ফারুক অভি বলেন, রোববার বিকাল পর্যন্ত ১০০ টাকার ঘরেই ডলার লেনদেন হয়েছে। দাম বাড়লেও সরবরাহ সংকট নেই বলে জানান তিনি।

গতকাল খোলা বাজারের পাশাপাশি ব্যাংকগুলোতেও ডলারের বিনিময় হার বেড়েছে। এদিন দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক ৯৮ টাকায় নগদে ডলার বিক্রি করেছে বলে ব্যাংকগুলোর ওয়েবসাইট ও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে তথ্য দিয়েছে।

ডলার সংগ্রহে থাকল না সুদহারের সীমা : ডলারের সরবরাহ বাড়াতে দেশের ব্যাংকগুলোতে প্রবাসী, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক ও বিদেশি কোম্পানির খোলা বৈদেশিক মুদ্রা আমানত অ্যাকাউন্টের সুদহার সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত জানিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়। ফলে এখন থেকে বিদেশি মুদ্রায় আমানত সংগ্রহে ব্যাংকগুলো নিজেরাই সুদহার নির্ধারণ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধতলোয়ার-রাইফেল বক্তব্যে সিইসির সমালোচনায় টিআইবি