কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সাথে মতবিনিময় ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মতবিনিময়ে চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, কুতুবদিয়া দ্বীপাঞ্চলের মাটি হচ্ছে এঁটেল মাটি। এ মাটিতে নারিকেল গাছ বেশি টেকসই। তাই এখানে বেশি করে নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে।
এ সময় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন জাহেদুল করিম বাপ্পী বলেন, কুতুবদিয়া দ্বীপাঞ্চলে বৃক্ষরোপণ করলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে ও সবুজায়নে বড় ভূমিকা রাখবে।
এসময় তিনি দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের জন্য এক হাজার নারিকেল গাছের চারা অত্র ফাউন্ডেশনের পক্ষ হতে বিতরণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা হাফেজ শেখ আখতারুল হক আল-কুতুবী, কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন মালেকী, আসহাব উদ্দীন মালেকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












