আইআইইউসির ফিমেল একাডেমিক জোনে আইন অনুষদের ছাত্রীদের জন্য ৪৫০০ বর্গফুট বর্ধিত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ভবন উদ্বোধন করেন আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। তিনি বলেন, আইআইইউসিতে বর্তমানে আন্তর্জাতিক মানের শিক্ষা-কার্যক্রম পরিচালনার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একাডেমিক পরিবেশও সমৃদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনে ধাপে ধাপে সব ধরণের সুবিধা নিশ্চিত করতে আইআইইউসি প্রশাসক বদ্ধপরিকর। উদ্বোধন হওয়া ভবন নির্মানে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, বোর্ড অব ট্রাস্টের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসাইন পাটোয়ারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।