আনোয়ারায় দেড় লাখ মিটার জাল জব্দ

নিষিদ্ধ সময়ে সাগরে মাছ আহরণ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় চট্টগ্রামের আনোয়ারায় ১৫০ কেজি মাছ, ১ লাখ ৫০ হাজার মিটার জাল ও ২০ পিস বরফ জব্দ করা হয়েছে। গতকাল মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। কিন্তু কিছু সংখ্যক অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে অবৈধভাবে জাটকা ইলিশ ধরছিল। শনিবার অভিযান চালিয়ে সাত্তার মাঝির ঘাট থেকে ১৫০ কেজি মাছ, খুইল্লা মিয়ার ঘাট থেকে ১ লাখ পঞ্চাশ হাজার মিটার জাল ও উঠান মাঝির ঘাট থেকে ২০ পিস বরফ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ৩৫ হাজার পাঁচ শত টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার কারণে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আরও বেশ কিছু স্থানেও এ অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণমুদ্রা, ডলার ও চলমান মুদ্রা সংকট
পরবর্তী নিবন্ধএসএসসি ৯০ ব্যাচের বর্ষা সম্মিলন