বন্ধুত্বের মেলবন্ধন অধিকতর দৃঢ় হোক- এই প্রত্যয়ে চট্টগ্রামে সম্পন্ন হল হৃদয়ে ৯০ ব্যানারে এসএসসি ৯০ ব্যাচের বর্ষা সম্মিলন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডমিন সাবিনা ইয়াসমিন এবং গ্রুপ উপদেষ্টা এডভোকেট নুরুল আলম।
গ্রুপ উপদেষ্টা পারভেজ আরমের সঞ্চালনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ব্যাংকার মেহরাব হোসেন খান এবং ব্যাংকার মো. শহীদুল্লাহ্। আড্ডা, গান আর স্মৃতিচারণ মিলিয়ে দারুণ হৃদ্যতাপূর্ণ এক পরিবেশের সৃষ্টি হয়। ব্যাচের নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে এই আয়োজন। একইসাথে হৃদয়ে ৯০ এর পক্ষ থেকে বন্ধুদের মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপদেষ্টা গাজী মো. সিরাজ উল্লাহ, ব্যবসায়ী মাসুদ ভুইয়া, আকতার হোসেন, লায়ন এস এম বক্কর, মাসুদুল হক, এসকে নুর, এ এইচ চৌধুরী, কামরুজ্জামান শিপন, মাকসুদুর রহমান চৌধুরী, এম এ হামিদ সহ সারা দেশের বিপুল সংখ্যক ব্যাচ ৯০ এর সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।