চট্টগ্রামে কোভিডে ১১ দিন পর একজনের মৃত্যু

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় ১১ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ছাড়িয়েছে ২০ শতাংশ। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় বন্দর নগরীতে এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

এর আগে সবশেষ গত ৪ জুলাই একজনের মৃত্যুর খবর এসেছিল। গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। আক্রান্তদের মধ্যে ৩৮ জনই নগরীর বাসিন্দা। বাকি দু’জন রাউজান এবং একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বলেন, পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তের হারও বাড়ছে। আবার পরীক্ষা কমলে শনাক্ত কম হয়। অনেকেই এখন পরীক্ষায় আগ্রহী নয়। সর্দি-কাশি হলে লোকজন নিজেরাই ঘরে থাকছেন। কিন্তু পরীক্ষা করছেন না। তাই শনাক্তের হার ওঠানামা করছে। গত সপ্তাহে শনাক্ত ২২ শতাংশেরও উপরে ছিল। এরআগে ১১ জুলাইয়ের প্রতিবেদনে চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ। পরের কয়দিন শনাক্ত ১২ থেকে ১৮ শতাংশের মধ্যে ছিল। শনিবারের প্রতিবেদনে তা আবার ২০ শতাংশ ছাড়াল। চলতি মাসে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৪ জনের মৃত্যু হল। এরআগে ৪ জুলাই ১ জন, ৩ জুলাই একজন এবং ১ জুলাই একজনের মৃত্যুর কথা জানানো হয়। তারআগে প্রায় সাড়ে চার মাস চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এদিকে আগামী মঙ্গলবার দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবসে চট্টগ্রাম জেলায় ৩ লাখ ৬৯ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। ১৯ জুলাই যত বেশি সংখ্যক মানুষকে বুস্টার দেয়া যায়। যারা সেদিন নিতে পারবেন না, তারা পরেও নিতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের পর যাদের চার মাস পেরিয়ে গেছে তারা বুস্টার নিতে পারবেন।

চট্টগ্রাম জেলায় বুস্টার গ্রহণের হার খুব কম। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, ১৩ জুলাই পর্যন্ত জেলার ১৮ লাখ ৭ হাজার ৪৫৪ জন বুস্টার নিয়েছেন। জেলায় কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭২ লাখ ২২ হাজার ৯০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৭ লাখ ৭১ হাজার ৩৮৪ জন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় শিশু নির্যাতন, অভিযুক্ত তিন ভাই আটক
পরবর্তী নিবন্ধদেশে আরও ১০০৭ রোগী, শনাক্ত মৃত্যু ৫