দেশে আরও ১০০৭ রোগী, শনাক্ত মৃত্যু ৫

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু ঘটেছে ৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭ রোগী শনাক্তর কথা জানানো হয়। শুক্রবার ১ হাজার ৫২ রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন ২ জনের মৃত্যু ঘটেছিল। পরের ২৪ ঘণ্টায় মৃতেদর সংখ্যা ৩ জন বেড়েছে। খবর বিডিনিউজের।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ২৩০। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১ হাজার ৮৫৪ জন রোগী।

তাদের নিয়ে সুস্থ হওয়ার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। দেশে সার্বিক শনাক্তের হার এখন ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত ১০০৭ জনের মধ্যে ৭২৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত এক দিনে মারা যাওয়া চারজন ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি একজন চট্টগ্রাম বিভাগের। মৃতদের চারজন পুরুষ, একজন নারী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কোভিডে ১১ দিন পর একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসহযোগিতার হাতটা খুব জরুরি