বাইশ গজে কঠিন সময় পার করছেন বিরাট কোহলি। কিছুতেই ফিরতে পারছেন না চেনা রূপে। তার ফর্মহীনতা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা-সমালোচনা। প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় ব্যাটসম্যানের পাশে দাঁড়ালেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বললেন কোহলির এখন সবচেয়ে বেশি প্রয়োজন সমর্থন। লম্বা সময় ধরে কোহলির ব্যাটে নেই বড় রান। একটা সময় ছিল হেসেখেলে সেঞ্চুরি করতেন তিনি। কিন্তু গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই শতকের স্বাদ পাচ্ছেন না তিনি। তার সেঞ্চুরি খরা এখন রূপ নিয়েছে ফর্ম খরায়। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সত্যি বলতে খুব লম্বা রান খরা হয়নি এখনও। তবে তিনি যে সেরা সময়ের ধারেকাছে নেই, সেটা পরিষ্কার তার প্রতিটি ইনিংসেই। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন মাত্র ১ ও ১১। বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পর করতে পারেন ১৬ রান। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির সঙ্গে একটি ছবি দিয়ে বাবর লেখেন, এই সময়ও একদিন পেরিয়ে যাবে, শক্ত থাকো। চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটারকে সমর্থন করে দেওয়া পোস্টে অনেকেরই মন জয় করে নেন বাবর। স্তুতির জোয়ারে ভাসেন ভক্তদের। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু আজ শনিবার। আগের দিনের সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে নিয়ে দেওয়া পোস্ট নিয়ে জিজ্ঞাসা করা হয় বাবরকে। নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি। বাবর বলেন খেলোয়াড় হিসেবে আমি জানি, একজন ক্রিকেটারকে ফর্মহীনতা মধ্য দিয়ে যেতে হতে পারে। এটাও জানি, এই সময় একজন ক্রিকেটারকে কিসের ভেতর দিয়ে যেতে হয়। আর কঠিন এই সময়ে প্রয়োজন সমর্থন। এই ভাবনা থেকেই আমি টুইট করেছি যেন এটা তাকে কিছুটা হলেও সমর্থন যোগায়। সে সেরা ক্রিকেটারদের একজন। সে অনেক ক্রিকেট খেলছে এবং সে জানে এই পরিস্থিতি থেকে কীভাবে বের হতে হয়। শুধু সময়ের প্রয়োজন। আর সমর্থনদেওয়া হলে তা দারুণ কাজে দেয়।