দক্ষিণ ফটিকছড়ির ফারুক-ই-আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভায় সিডিএ সচিব আনোয়ার পাশা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ভিশন ৪১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের পর চতুর্থ শিল্প বিপ্লবের কোন বিকল্প নেই। আর বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি দক্ষিণ ফটিকছড়িতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার গুরুত্ব শীর্ষক বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল বুধবার মীর মোরশেদের সঞ্চালনায় ও মোহাম্মদ ইলিয়াস বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সোহরাব হোসেন, চউক প্রধান নগর পরিকল্পনাবিদ মনজুর হাসান, অধ্যাপক মোহাম্মদ আকরাম হোসেন, বিটার বিভাগীয় কর্মকর্তা হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন এম ফারুক আহমেদ, আব্বাস উদ্দিন বাদল, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আনোয়ার, গোলাম ছরওয়ার, মোহাম্মদ রায়হান রুপু, মাওলানা জসিম উদ্দিন, মোহাম্মদ মঈনুল ইসলাম, মো. রাশেদুল আলম বাবু, মোহাম্মদ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












