শেষ ম্যাচে সেরা একাদশ নামাবে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৪০ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর ওয়ানডে সিরিজে দারুনভাবে ঘুরে দাড়িয়েছে বঅংলাদেশ। শুধু ঘুরেই দাঁড়ায়নি। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচকে এখন পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। যারা খুব বেশি সুযোগ পান না বা ম্যাচের বাইরে থাকেন, তাদেরকে এই ম্যাচে বাজিয়ে দেখা হবে। আর সেটাই নিশ্চিত করে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবাল। প্রয়োজনে তামিম নিজেও একাদশের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন নিজেই। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে যোগ হয়েছে নতুন মাত্রা। ফলে সিরিজের কোনো ম্যাচকেই এখন আর হালকা ভাবে বা কম গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। প্রতিটি ম্যাচই সেখানে পয়েন্ট পাওয়ার সুযোগ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটি সুপার লিগের অংশ নয়। সেই সুযোগটিই নিতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এটির চর্চা খুব কম। সুপার লিগ চালুর আগেও নতুনদের পরখ করার ব্যাপার খুব একটা দেখা যায়নি। একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি জয় পায়নি বাংলাদেশ দল। তাই প্রতিটি ম্যাচেই সবকিছুর আগে ভাবনায় থাকত জয়। পরীক্ষা-নিরীক্ষার আলোচনার সুযোগই সেখানে ছিলনা। এখন ওয়ানডেতে টাইগাররা বেশ ধারাবাহিক। সিরিজ জয়ের লক্ষ্যও পূরণ হয়েছে। দ্বিতীয় ম্যাচ শেষে গায়নায় সংবাদমাধ্যমকে তামিম বলেন সুযোগটি এখন তৈরি হয়েছে। এখন আমাদের সময় এসেছে ‘বেঞ্চ স্ট্রেংথ’ দেখে নেওয়ার। সাধারণত যখন পয়েন্টসের ব্যাপার থাকে তখন সুযোগ থাকে না। কিন্তু এরকম সিরিজে যদি ২-০ তে এগিয়ে যান, তখন যারা খেলেনি বা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত। এটির জন্য আমারও এক-দুই ম্যাচ মিস করতে হলে কোনো সমস্যা নেই।
দলের একাদশের বাইরে যারা থাকে তাদের পরীক্ষা করা উচিত। এই একটা জিনিস বাংলাদেশের ক্রিকেটে আমরা খুব কম করি। সব ম্যাচ তো আমরা অবশ্যই জিততেই চাই। তবে মাঝেমধ্যে এটা করা খুব জরুরি। বিশেষ করে ওয়ানডেতে। কারন বড় সিরিজে গিয়ে দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে পড়তেই পারে। তামিমের মতে একাদশের বাইরে থাকাদের পরখ করে নিতে এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না দল। এমন পরিস্থিতিতে যদি আমরা বাকিদের পরখ করতে না পারি তাহলে করব কখন। তাই এনামুল হক শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবেন এটা নিশ্চিত ধরে নেওয়া যায়। সঙ্গে সুযোগ মিলতে পারে ইবাদত হোসেন চৌধুরীরও। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফেরা মোসাদ্দেক হোসেনও টিকে যেতে পারেন। ফিরতে পারেন এই ম্যাচে বাইরে থাকা তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজোকোভিচকে খেলাতে বাইডেনকে অনুরোধ