সিএমপির মিডিয়া কক্ষে পুলিশ কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি সালেহ মোহাম্মদ তানভীরকে গতকাল বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা ও র্নিবাহী কমিটি সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।
নির্বাহী কমিটি সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহ- সভাপতি এম এ মালেক। সভায় সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহ- সভাপতি শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহ- সভাপতি শামসুল আলম, নির্বাহী সদস্য ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। নির্বাহী কমিটির সভায় সংস্থার বিভিন্ন দাপ্তরিক কাজ নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতির কর্মময় জীবন নিয়ে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সহ- সভাপতি মো. ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ- সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, মোহাম্মদ শাহজাহান, জাহানারা বেগম, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, মোহাম্মদ ওসমান গনি। উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য অছিউর রহমান, সহকারী পরিচালক, মো. সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মো. আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ আমাদের সকল কাজের হিসাব নিবেন। সভাপতি যেভাবে আনাচে কানাছে ঘুরে চট্টগ্রমের জন্য কাজ করে গেছেন তা খুবই প্রশংসার দাবি রাখে। তিনি আঞ্জুমানের এতিমখানায় একটি টেকনিক্যাল স্কুল করার গুরুত্ব আরোপ করেন।
সভায় সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আঞ্জুমান মুফিদুল ইসলামকে এক লক্ষ টাকা ও সহ-সভাপতি প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি বলেন, চট্টগ্রামের জন্য কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের জন্য কাজ করা এবং আঞ্জুমানের হাসপাতাল নির্মাণের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতিকে ক্রেস্ট প্রদান করেন সিনিয়র সহ- সভাপতি এম এ মালেক। ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহ- সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। প্রেস বিজ্ঞপ্তি।