হালদার সংযোগ খালে ভেসে উঠল ১২০ কেজি ওজনের মরা ডলফিন

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

হালদা নদীর সঙ্গে সংযুক্ত রাউজানের বুড়িসর্তা খালে প্রায় ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খালে ডলফিনটি ভাসতে দেখে স্থানীয়রা। প্রসঙ্গত, গত ১১ জুন হালদায় আরো একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। গতকালেরটাসহ হালদা বা এর সংযোগ খালে এ পর্যন্ত ডলফিন মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬টি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির মৃত ডলফিনটির দাঁতের সঙ্গে গরুর নাড়িভুঁড়ি আটকে ছিল। ধারণা করা হচ্ছে নাড়িভুঁড়ির একটি অংশ গলায় আটকে গিয়ে এই ডলফিনের মৃত্যু হয়েছে।
এই প্রসঙ্গে জানতে চাইলে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করেছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ডলফিনটি পঁচে যাওয়ায় কি কারণে তার মৃত্যু হয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। আর এ কারণে বিশাল আকারের এ ডলফিনের ময়নাতদন্তও করা যাচ্ছে না। তিনি আরও বলেন, পঁচে যাওয়ার কারণে ডলফিনের নাড়িভুঁড়ি তার মুখ দিয়েই বের হয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তারা উদ্ধার করে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে এ প্রজাতির ডলফিন আছে মাত্র ১১শটি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। এর মধ্য থেকে গত ৪ বছরে ৩৬টি ডলফিনের মৃত্যুর ঘটনা ঘটল।

পূর্ববর্তী নিবন্ধহজ শেষে দেশে ফিরলেন ৪১৬ জন
পরবর্তী নিবন্ধদোহাজারী-কক্সবাজার রুট ৪০ কি.মি পথে বসেছে রেল লাইন