নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম সোহেলের মা রেজিয়া বেগম (৯০) গত সোমবার রাত ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি ৪ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ জোহর বেপারিপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পটিয়ার দীঘির পাড় কবরস্থানে তাকে দাফন করা হয়। রেজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জাসদ কেন্দ্রীয় নেতা জসিম উদ্দীন বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, উপদেষ্টা শফর আলী, সদস্য মোরশেদ আক্তার চৌধুরী, হাজী বেলাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, জাফরুল হায়দার সবুজ, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।