‘পীরিতির কারবার’ শিরোনামে ঢাকার একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে বলিউডের ‘কাঁটা লাগা’ গানের জন্য্য পরিচিত পাওয়া অভিনেত্রী শেফালী জরিওলাকে। ইতোমধ্যে গানের টিজার প্রকাশ করা হয়েছে, বৃহস্পতিবার টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী নাদিয়া ডোরা। খবর বিডিনিউজের।
নাদিয়া বলেন, গানটা আমার জন্য বিশেষ। গানের সাথে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, কেননা এটিই আমার প্রথম মৌলিক গান। ফারজানা মুন্নীর প্রযোজনায় গানের ভিডিও নির্মাণ করেছেন বলিউডি নির্মাতা আদিল শেখ। এর আগে টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশ হয়েছে লুইপা ও পাপনের কণ্ঠে ‘হারিয়ে গেলাম’ শিরোনামের একটি গান, তাতে মডেল হয়েছেন টলিউডের তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান।