দেশে গতকাল রবিবার(১০ জুলাই) ঈদের দিন নমুনা পরীক্ষা চার হাজারের নিচে নেমে আসায় এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পাঁচশয়ের ঘরে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার(১১ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে ৫২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের।
আগের দিন ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ২ জনের মৃত্যুর খবর এসেছিল।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১৩ দশমিক ১৮ শতাংশে, আগের দিন এই হার ১৭ দশমিক ৪৭ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ১১০৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
নতুন শনাক্ত ৫২১ জনের মধ্যে ৪১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ১৭ জেলায় জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। আগের দিনও ২৯ জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছিল, তার আগের দিন রোগী মিলেছিল ৩৫ জেলায়।
দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি এলাকায় গত এক দিনে কারও নমুনাই পরীক্ষা করা হয়নি। অথচ ঈদের ছুটির আগে দেশের সব জেলাতেই পরীক্ষার জন্য নমুনা আসছিল।
গত এক দিনে মারা যাওয়া তিনজনই ছিলেন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। তাদের দুজন পুরুষ, একজন নারী। দুজনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আর একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।