লোহাগাড়ার চরম্বায় দূর্ঘটনার ৫ দিন পর মোহাম্মদ রিফাত(২০) নামে বিদেশফেরত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার(১০ জুলাই) সকাল ৮টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিফার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা মইন্যা বাপের পাড়ার আবুল হোসেনের ৩য় পুত্র।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলযোগে পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে বাড়িতে যাবার পথে টংকাবতী সড়কের চরম্বা নয়াবাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়ার টেক এলাকায় ডাম্পট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রিফাত গুরতর ও অন্য দুই বন্ধু সামান্য আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে কেরানীহাটের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। প্রায় এক মাস আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছিলেন।
আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। তারা হলেন একই এলাকার জামাল হোসেনের পুত্র মোহাম্মদ ইমান শরীফ(২৩) ও গোলাম নবীর পুত্র আনোয়ার হোসেন।