পটিয়ায় ৪৫০ কৃষক পেল আমন বীজ ও সার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

পটিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪৫০ জন কৃষককে বিনামূল্যে আমন বীজধান ও সার বিতরণ করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পটিয়ার আয়োজনে এসব বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রতি বিঘা রোপা আমন উফশী চাষের জন্য প্রতিটি কৃষক পরিবারে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। তিনি বলেন, কৃষিবান্ধব শেখ হাসিনার সরকারের সফল কৃষিনীতির কারণে বাংলাদেশ কৃষি ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। কৃষকদের কৃষির প্রতি আগ্রহী করতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ কৃষিতে আধুনিক যন্ত্রপাতির দিয়ে সহযোগীতা করে আসছে।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক, হুইপের কৃষি বিষয়ক প্রতিনিধি আজিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. বেলাল উদ্দিন, পটিয়া পৌরসভার কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব।

পূর্ববর্তী নিবন্ধকবিতা তখনই সার্থক হবে যখন তা পাঠকের হৃদয়ে দাগ কাটবে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা