নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফয়সাল টাওয়ার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক মো. নূরুল আবছার। আটককৃতরা হলো-পশ্চিম রাউজান এলাকার মো. আবুল খায়ের ছেলে মো. সেলিম উদ্দিন ওরফে ‘অক্সিজেন ভাই’ (৫০) ও একই এলাকার মৃত শরফত আলীর ছেলে মো. ইসমাইল (৪২)।
র্যাব জানিয়েছে, আটক ‘অক্সিজেন ভাই’ একজন মাদক কারবারি। তিনি নগরের বিভিন্ন এলাকায় খুচরায় ইয়াবা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে ফয়সাল টাওয়ারে বাসা ভাড়া করে ইয়াবা করবার চালিয়ে আসছিলেন। খবর পেয়ে সেই বাসায় অভিযান চালালে ঘরের ওয়ারড্রব থেকে ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। র্যাবের সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ২১ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত মানুষের কাছে বিক্রি করতেন। আটকের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।