প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের আত্মহত্যা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

নাজিরহাটে প্রেমিকার বিয়ের খবর শুনে অভিমান করে আত্মহত্যা করেছে পেয়ারুল ইসলাম (২২) নামে এক যুবক। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসা সংলগ্ন মীর প্লাজার ৬ তলা ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত যুবক নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বাগমারা পুকুর সংলগ্ন নয়া গাজী বাড়ীর ওসমান ড্রাইভারের পুত্র। বিকাল সাড়ে ৩ টার দিকে পুলিশ এসে দরজা খুলে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, পেয়ারুল দীর্ঘদিন ধরে নাজিরহাট বাজারের অলিভ ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতো। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মইন উদ্দিন জানান, শুনেছি কয়েকদিন আগে পেয়ারুলের প্রেমিকার অন্য জায়গায় বিয়ের কথা বার্তা চূড়ান্ত হয়েছে। সে কারণে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ি থানার ডিউটি অফিসার জানান, থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধবদলে গেছে ৫০ শয্যার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স