জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রশাসন গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা আন্তরিক না হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।এতে গ্রাম পুলিশদেরও আন্তরিকতা ও জবাবদিহিতা থাকতে হবে। একমাত্র সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। গত মঙ্গলবার ইউআইটিআরসিই মিলনায়তনে পটিয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।কর্মশালায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আইন-শৃংখলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধি এবং অভিযান জোরদার করার আহবান জানানো হয়।