নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় পথচারীর মোবাইল ছিনতাই করা এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রুবেল (২৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় তাকে আটক করেন মুরাদপুরের ট্রাফিক ইন্সপেক্টর ইসরাফিল মজুমদার। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মোহাম্মদ রুবেল সাতকানিয়ার ২ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক মোহাম্মদ এনামুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুরে পথচারীর মোবাইল ছিনতাই করে রুবেল। বিষয়টি নজরে আসে ঘটনাস্থলে উপস্থিত থাকা ট্রাফিক পুলিশের। পরে তাকে আটক করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।