কোরবানির পশুর বর্জ্য অপসারণে চসিকের কন্ট্রোল রুম স্থাপন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে জবাইকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের কার্যক্রম মনিটরিং করার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে চারদিন ব্যাপী কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নগরীর কোথাও কোরবানিকৃত পশুর নাড়ি-ভুঁড়িসহ কোন ধরণের বর্জ্য দেখা গেলে নগরবাসীকে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। এই কন্ট্রোল রুমের কার্যক্রম আগামীকাল ৯ জুলাই সকাল ৭ থেকে ১২ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর : ০২৩৩৩৬০০৩০।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ক্যান্সার রোগী বাড়ার হার বেশি
পরবর্তী নিবন্ধপথচারীর মোবাইল ছিনিয়ে ট্রাফিকের হাতে ধরা ছিনতাইকারী