চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের পিএস (অতিরিক্ত দায়িত্ব) খালেদ মেসবাহুল মোকর রবিনের পদাবনতি ও কর্মচারী আহমদ হোসাইনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২০২১ সালের ৩ নভেম্বর উপাচার্যের কার্যালয় থেকে ফারসি বিভাগের নিয়োগের ফাইল হারানোর ঘটনায় ওইদিন কার্যালয়ে উপস্থিত সকলকে সতর্ক করে প্রশাসনিক ভবনের বাইরে বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ৫৩৮তম এঙট্রা অর্ডিনারী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য বলেন, সিন্ডিকেটে ফোনালাপ ফাঁসের ঘটনায় জড়িত রবিনকে পদাবনতি ও কর্মচারী আহমদ হোসাইনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া উপাচার্য অফিস থেকে ফাইল হারানোর ঘটনার দিন উপস্থিত সকলকে সতর্ক করে প্রশাসনিক ভবনের বাইরে বদলি করা হয়েছে।
সিন্ডিকেট সূত্রে আরো জানা যায়, ফোনালাফ ফাঁসের ঘটনায় রবিন ও আহমত হোসাইনের পেছনে একটি চক্র জড়িত বলে তদন্ত কমিটি মনে করে। তবে এ বিষয়ে রবিন ও আহমদ হোসাইন কোনো প্রকার মুখ খুলেননি। যার কারণে তদন্ত কমিটি এদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার সুপারিশ করেন। এই সুপারিশ সিন্ডিকেট কর্তৃক গৃহীত হয়েছে। তবে কবে নাগাদ মামলা হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।