শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের বহিষ্কৃত ছাত্র আশরাফুল ইসলাম জিতু। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব হাসানের কাছে তার খাসকামরায় হত্যার উদ্দেশ্য, ঘটনার বর্ণনা দিয়ে নিজেকে হত্যাকারী হিসাবে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। খবর বিডিনিউজের। জিতুর বাবা উজ্জ্বল হাজীও এর আগে মঙ্গলবার উৎপল হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ততা নিয়ে ঢাকার আরেক হাকিমের কাছে জবানবন্দি দিয়েছিলেন। ১৯ বছর বয়সী ওই তরুণকে রিমান্ডে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করার পর গতকাল আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক।
তার আবেদনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব হাসান আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।