চট্টগ্রাম আদালত ভবনের নিচ তলা থেকে জেলা মালখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে। কিন্তু দুইদিন পার হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি মোটরসাইকেলটিও।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা করেছি। এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। তিনি বলেন, আদালত ভবনের নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেল রেখে আদালতে যান আমিনুল ইসলাম। কাজ শেষ করে ফেরার পথে দেখেন পার্কিংয়ের স্থানে রাখা মোটরসাইকেলটি সেখানে নেই। পরে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এক অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়।