ফোর এইচ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিলের পক্ষ থেকে সিলেটের সুনামগঞ্জের বন্যার্তদের জন্য বিপুল পরিমান ত্রাণ সামগ্রী গত ৩ জুলাই সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এতে ৬৮০ পরিবারের জন্য প্রতি বস্তায় ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুরের ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১টি বিস্কুটের প্যাকেট এবং ১০টি খাবার স্যালাইন প্রদান করা হয়।ফোর এইচ গ্রুপের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. মুরিদুল আলম রাসেল, মো. শাহ আলম সরদার, মো. জহিরুল ইসলাম এই ত্রান সামগ্রী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।